Blog Details
12
Jul 2019
রমজান উপলক্ষ্যে জামিয়া ছুটি ঘোষণা
পবিত্র্ রমজান, পরীক্ষা পরবর্তী জামিয়ার কিতাব বিভাগ 13 শাবান শনিবার থেকে 7 শাওয়াল বুধবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। 8 শাওয়াল বৃহস্পতিবার পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এবং পরবর্তী 3 দিনে নতুন ছাত্রদের ভর্তি চলবে। এ বছর ভর্তি ফি 1800 টাকা ধার্য করা হয়েছে এবং আনুসাঙ্গিক খরচ সামান্য বৃদ্ধি হতে পারে যা পরবর্তীতে পোষ্টের মাধ্যমে জানানো হবে ইনশাআল্লাহ।
