ভর্তি তথ্য
জামিয়া ইসলামিয়া পটিয়ায় ভর্তি হবেন যেভাবে
দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ দীনি শিক্ষানিকেতন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ১৪৪০-১৪৪১হি: শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৮ই শাওয়াল বুধবার শুরু হয়ে আগামী ১ সপ্তাহ বুধবার পর্যন্ত চলবে, ইনশা আল্লাহ।
ভর্তি ফরম বিতরণ ও জমা:
প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ২:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ভর্তির সময় যা যা প্রয়োজন:
১৷ ভর্তি ফি: ১৭০০ (এক হাজার সাতশত) টাকা। (নূরানী ও মকতব ব্যাতীত)
২৷ পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।
৩৷ জন্মনিবন্ধনের ফটোকপি।
৪। নূরানী বিভাগের ভর্তি ফি: ১০০০ টাকা
৫। মকতবের ভর্তি ফি: ৮০০ টাকা
ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য:
১৷ নতুনদের মধ্য হতে যারা “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ” এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মারকাযি (কেন্দ্রীয়) পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২৷ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে নির্বাচিত যে কোন একটি কিতাবের পরীক্ষা নেয়া হবে।
৩৷ ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৩৩ নম্বর প্রাপ্ত হয়ে ‘মকবুল’ বিভাগে উত্তীর্ণ হতে হবে, নতুবা ভর্তির সুযোগ থাকবেনা।
৪৷ নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা বিকাল ২:৩০ থেকে ৪:৩০ এবং বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত ‘দারুল হাদিসে’ অনুষ্ঠিত হবে। নোটিশ বোর্ডে লিখিত ফরম নম্বর অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা সমাপ্ত করতে হবে।
যেসব বিভাগে ভর্তি কার্যক্রম চলবে:
ইফতা (ইসলামী আইন ও গবেষণা বিভাগ)
উলূমুল হাদিস (উচ্চতর হাদিস গবেষণা বিভাগ)
তাফসীর বিভাগ।
আদব (আরবি সাহিত্য বিভাগ)
উচ্চতর ক্বিরাত বিভাগ
বাংলা সাহিত্য বিভা
(উপরোক্ত বিভাগসমূহে ভর্তির জন্য দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।)
কিতাব বিভাগ/সাধারণ বিভাগ( শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদীস-মাষ্টার্স পর্যন্ত
নেসাবে মুখতাসার/শর্ট কোর্স (জেনারেল শিক্ষায় শিক্ষিত আগ্রহী ভাইদের জন্য ৬ বছর মেয়াদী শিক্ষা সিলেবাস)
এছাড়াও রয়েছে-
মুতাফারিরকাহ বিভাগ।
হিফজ বিভাগ।
নাজেরা বিভাগ।
নুরাণী বিভাগ।
দিকনির্দেশনা :
পুরাতন ছাত্রদের ক্ষেত্রে যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে তারাক্কী (উন্নিত) দেওয়া হবেনা। পূর্বের শ্রেণীতে পাঠগ্রহণ করতে হবে। ‘মকবুল’ ছাত্ররা নিজ খোরাকী গ্রহণ করে ভর্তি হতে পারবে।
ইফতা (ইসলামি আইন) বিভাগের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ইফতা বিভাগের নোটিশ বোর্ডে প্রদত্ত।
কক্সবাজার জেলা হতে ভর্তিচ্ছুক সকল ছাত্রকে ভর্তি ফরমের সাথে জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
নতুন-পুরাতন ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা নামাজের পরে মসজিদে জানিয়ে দেওয়া হবে।
খোরাকি সংক্রান্ত জ্ঞাতব্য :
১. ‘মুমতাজ’ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ১৭০০ টাকা।
২. ‘জায়্যিদ জিদ্দান’-এ উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ২০০০ টাকা।
৩. ‘জায়্যিদ’-এ উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ২৩০০ টাকা।
৪. ‘মকবুল’-এ উত্তীর্ণ ছাত্ররা জামিয়ার পক্ষ থেকে খোরাকী পাবে না।
৫. হিফজ বিভাগের ছাত্রদের জন্য প্রতি মাসে ১৭০০ টাকা।
৬. মুতাফারিরকাহ, দাহুম ও এয়াযদাহুম এবং নুরাণী শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১৩০০ টাকা।
Insert your text here
