stc.qatar2023@gmail.com 01790115062, 017***********

জরুরি মাসায়েল

  • অশুদ্ধ তেলাওয়াতকারীর পেছনে শুদ্ধ তেলাওয়াতকারীর নামাজ।

    জিজ্ঞাসা: আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতি বৃহস্পতিবার সকালে বাড়িতে চলে যায় এবং শুক্রবার সকালে মসজিদে আসে। এ সময়ে মসজিদের মুসল্লিরা ইমাম সাহেব এবং ভাল ক্বেরাত পড়নেওয়ালা ব্যক্তি না পেয়ে তাদের মধ্য থেকে একজন কে ইমাম বানিয়ে তারা জামাতে নামায আদায় করে। কিন্তু যাকে ইমাম বানায় তার ক্বেরাত শুদ্ধ নয়।

  • সুন্নত নামাযের কাযা

    জিজ্ঞাসা: হযরতের কাছে আমার জানার বিষয় হলো, যেসব ফরজ নামাযের কাযা পড়া হয় ঐসব নামাযের সুন্নত কিংবা নফলের কাযা আছে ? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। নিবেদক, মুহা. তারেক,হাজারিবাগ, ঢাকা। জবাব: সুন্নত এবং নফলের কাযা আদায় করতে হয় না। তবে ফজরের সুন্নত এক্ষেত্রে ব্যতিক্রম।

  • অযুবিহীন কুরআনের আয়াত স্পর্শ করা

    জিজ্ঞাসা: আমাদের পরীক্ষার খাতায় লুজের মধ্যে মাদ্রাসার  লোগো জলছাপা দেয়া আছে। লোগোর মধ্যে কুরআনের একটা আয়াত আছে। এটাও ছাপা আছে খাতায়। ওই কাগজে লেখার সময় আয়াতের উপর স্পর্শ লেগে যায় স্বাভাবিকভাবেই। এখন এজন্য কি অযু অবস্থায় থাকতে হবে স্পর্শ করার আগে?

Copyright © 2022. All rights reserved by | Soft Touch Technology.